হবিগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২২ অক্টোবর ২০২৩

হবিগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোকেয়া আক্তার (১৮) নামের এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন। রোববার (২২ অক্টোবর) দুপুরে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

রোকেয়া আক্তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মো. হারুনের মেয়ে রোকেয়া আক্তার (১৮)।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, রোকেয়া ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন। বিষয়টি আমাদের সন্দেহ হলে তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের প্রকৃত পরিচয় বলেন।

বিষয়টি জেলা প্রশাসনে অবগত করলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।