বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজিবির দুর্গাপূজার শুভেচ্ছা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২২ অক্টোবর ২০২৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি সদস্যরা।

রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় ১৫১-বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই লাবমিতের হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম।

সুবেদার অহিদুল ইসলাম জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরকে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ এ মিষ্টি বিনিময়। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মাহাবুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।