জয়নুল আবদিন ফারুক
মরতে হলে মরবো গণতন্ত্র বিজয়ের পতাকা হাতে ঢাকা থেকে ফিরতে চাই
গণতন্ত্র বিজয়ের পতাকা হাতে ঢাকা থেকে খাগড়াছড়ি ফিরতে চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, আমরা রক্ত দিতে শিখেছি, জেলখানায় যেতে শিখেছি, কোর্টে হাজিরা দিতে শিখেছি। তাই আমাদের ধমক দিয়ে কোনো লাভ হবে না।
খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবি আদায়ে রোববার (২২ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভায় ফারুক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মরতে হলে মরবো তবে ২৮ অক্টোবর শান্তিপূর্ণ কর্মসূচি শেষে গণতন্ত্র বিজয়ের পতাকা হাতে নিয়ে খাগড়াছড়ি ফিরতে চাই। যারা আমার মায়ের মরা ভোট দিয়ে, ব্যাংক লুট করে, শেয়ারবাজার লুট করে সরকার পরিচালনা করছে তাদের ক্ষমতায় থাকতে দেবো না।
মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জয়নুল আবেদীন ফারুক।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে সাংগঠনিক সভায় আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, হাফেজ আহাম্মদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, ছাত্রদলের সভাপতি জাহেদুল আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্যাহ আল নোমান সাগর।
মুজিবুর রহমান ভুইয়া/এসজে/জিকেএস