চা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০২৩

চা দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সারওয়ার উদ্দিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সারোয়ার ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের কাজী জয়নাল আবেদিন ভুট্টো খোনারের ছোট ছেলে। তিনি মৌলভী সামছুল করিম কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সরোয়ারের বাবা বলেন, মঙ্গলবার বাড়ির পার্শ্ববর্তী দোকানে চা পান করতে যায় ছেলে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে তার সমস্ত শরীর দগ্ধ হয়। দোকানিও আহত হন। উন্নত চিকিৎসার জন্য সরোয়ারকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। রাতে মরদেহ গ্রামের বাড়িতে আসার কথা। সকালে বাড়িতে জানাজা হওয়ার কথা আছে।

সারোয়ারের সহপাঠী নোমান বলেন, তার মৃত্যুর খবরে কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সদা হাস্যোজ্জ্বল সারোয়ার এভাবে চলে যাবে কেউ ভাবতে পারিনি।

শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু জাগো নিউজকে বলেন, বিস্ফোরণে দগ্ধ হয়ে ছেলেটি এভাবে মারা যাবে কেউ ভাবতে পারেনি। এ মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।