যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২২ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সুখিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখিয়া বাজারে এ প্রতিবাদ মিছিল করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ অক্টোবর) উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন ও যুগ্ম-আহ্বায়ক রাকিবুল আলম (ছোটন) ৩১ সদস্যদের সুখিয়া ইউনিয়ন কমিটির অনুমোদন দেন। কমিটিতে ওয়াসিমুল বারী ওয়াসিমকে সভাপতি ও রাজু আহমেদ দৌলতকে সাধারণ সম্পাদক করা হয়।

jagonews24

এ কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া, সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নয়ন মিয়া, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া অভিযোগ করে বলেন, ‘টাকার বিনিময়ে অপরিচিতদের দিয়ে কমিটি করা হয়েছে। আমরা এ কমিটি অবিলম্বে বাতিল চাই। অন্যথায় আন্দোলনের মাধ্যমে কমিটি বানচাল করে দেওয়া হবে।’

jagonews24

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘কমিটি দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও দুই লাখ টাকা নিয়েছে। টাকা নিয়েও আমাকে কমিটি দেয়নি। অবিলম্বে এ কমিটি ভেঙে নতুন কমিটি দিতে হবে।’

এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল আলম ছোটন বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির দুর্দিন চলছে। এসময়ে কমিটি বাণিজ্যের প্রশ্নই আসে না। যারা কমিটিতে স্থান পেয়েছেন তারা যোগ্য।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।