তেঁতুলিয়ায় বজ্রপাতে পাথর শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বজ্রপাতে রমজান আলী নামে এক পাথর শ্রমিক মারা গেছেন। এ সময় তার স্ত্রী গুরুতর অাহত হন। সোমবার সকালে উপজেলার বাংলাবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থাবস্থায় তার স্ত্রী জোসনা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাংলাবান্ধা গ্রামের পাথর শ্রমিক রমজান আলী তার স্ত্রীসহ ঘুম থেকে জেগে ঘরেই কাজ করছিলেন। সকাল সাড়ে ৬ টায় ওই এলাকায় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী জোসনা বানুকে গুরুতর আহতাবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সফিকুল আলম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।