শৈলকুপায় দু`পক্ষের সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৮ মার্চ ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গ্রামের মফিজুর রহমান (৩৫), মনিরুল ইসলাম (২৪), আমিরুল ইসলাম (৩৫) ও মামুনসহ (২২) অন্তত দশ জন আহত হয়েছেন।

গ্রামবাসী জানায়, ওই গ্রামে সাত্তার হোসেন ও বাবলুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঢাল, সড়কি, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।