পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে আজিজুল ভূঁইয়ার (৩০) এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আজিজুল উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

সিরাজগঞ্জ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জেবুন্নেছা (জেবা রহমান) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভূঁইয়ার। বিয়ের পর আজিজুল ভূঁইয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য হয়। যে কারণে মাঝে মধ্যেই তানিয়াকে মারধর করতেন আজিজুল।

২০২১ সালের ২৫ জানুয়ারি দুপুরে আজিজুল ভূঁইয়া তার স্ত্রী তানিয়াকে মারধর করেন। এতে তানিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজিজুল ভুইঁয়ার আজ যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এম এ মালেক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।