বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসঞ্জিত চন্দ্র পাল (১৪) ও নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত চন্দ্র পাল (১৬)। তারা সর্ম্পকে চাচাতো ভাই।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জিল্লুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৮০ শতাংশ দগ্ধ রিঙ্কু মারা গেছেন

নিহতদের সঙ্গে হাসপাতালে আসা প্রতিবেশী মো. দেলোয়ার হোসেন বলেন, প্রসঞ্জিত চন্দ্র পাল ও সীমান্ত চন্দ্র পাল আপন চাচাতো ভাই। তারা দুইজনেই বেলুন ব্যবসায়ী। পূজা উপলক্ষে বেলুন বেশি বিক্রি হওয়ায় বড় গ্যাস সিলিন্ডার দিয়ে তারা বাড়িতে বেলুন ফুলাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে তাদের বিভিন্ন অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মো. জিল্লুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আসার পথেই মৃত্যু হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছে। মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এমদাদুল হক মিলন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।