ঝিনাইদহে ৫টি বোমাসহ আটক ১


প্রকাশিত: ০৭:১৮ এএম, ২৮ মার্চ ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে ৫টি তাজা বোমা ও বোমা তৈরির সারঞ্জামসহ হাবিবুর রহমান হাবিব নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিব কলেজপাড়ার আনছার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে কলেজ পাড়ায় সন্ত্রাসীরা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালানোর জন্য অবস্থান করছে। এমন সংবাদেন ভিত্তিতে অভিযান চালান তারা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ৫টি তাজা বোমা ও কমপক্ষে ১২টি বোমা তৈরির সারঞ্জামসহ হাবিবকে আটক করা হয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।