কমিটি বাণিজ্য
দেড় মাস পর কার্যক্রমের অনুমতি পেলো লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক লীগ
লক্ষ্মীপুরে কমিটি বাণিজ্যের অভিযোগে প্রায় দেড় মাস স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম স্থগিত ছিল। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদককেও শোকজ করা হয়। তারা সন্তোষজনক ব্যাখা ও ভবিষ্যতে সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়াবেন না বলে অঙ্গীকার করায় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ১০ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। একইসঙ্গে লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে শোকজ করে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় সোমবার (২৩ অক্টোবর) রাতে স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংগঠনবিরোধী কোনো কাজে লিপ্ত হবেন না বলে অঙ্গীকারনামা দিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের ৩ সিনিয়র নেতা জানান, ৬ সেপ্টেম্বর ১৭ সদস্য বিশিষ্ট চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সাবেক ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশীদকে আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজল ইসলাম ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়। কিন্তু ১৭ সেপ্টেম্বর সম্মেলনের আয়োজন করার কথা থাকলেও তা করা হয়নি।

এদিকে টাকার বিনিময়ে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে গুঞ্জন ওঠে। এর প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির কার্যক্রম স্থগিত ও সভাপতি-সাধারণ সম্পাদককে শোকজ করা হয়। তখন অভিযোগটিকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে লক্ষ্মীপুরের আওয়ামী রাজনীতিতে নানান সমালোচনা সৃষ্টি হয়।
অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিও মেয়াদোত্তীর্ণ। ২০১৫ সালে তিন বছরের জন্য ওই কমিটি ঘোষণা করা হলেও ৮ বছর পার হতে চলেছে।
বক্তব্য জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, একটি কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে জেলা আওয়ামী লীগ সভাপতি কেন্দ্রে অভিযোগ করেন। এতে কেন্দ্র আমাদের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়। পরে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ব্যাখ্যা দিই। কেন্দ্র আমাদের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন।
কাজল কায়েস/এফএ/এএসএম