নিজঘরে মিললো বৃদ্ধার গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের একটি বাড়ি থেকে সাজিরন বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ঘোগাদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশী তৈয়ব আলী বলেন, গত রাতে বাড়িতে ওই বৃদ্ধা এবং তার এক পুত্রবধূ ছিলেন। বাকি দুই পুত্রবধূ আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। যে ছেলের স্ত্রী বাড়িতে ছিলেন তার স্বামী টাঙ্গাইলে থাকেন। রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা।

বাড়িতে থাকা বৃদ্ধার পুত্রবধূ আফরোজার বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বৃদ্ধার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। তার কাছে গরু ও ধান বিক্রির টাকা ছিল। সেই টাকা তিনি নিজের কাছেই রাখতেন। ওই টাকার জন্য কেউ তাকে হত্যা করে থাকতে পারে। বিষয়টি পুলিশ যাচাই করে দেখছে।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ফজলুল করিম ফারাজী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।