লক্ষ্মীপুর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাছিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৩

লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব। জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারাবন্দি থাকায় হাছিবকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাছিবুর রহমান 

ওই চিঠির অনুলিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশীদ ও লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুকেও দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ১০ অক্টোবর রাতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও লক্ষ্মীপুরে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বর্তমানে তিনি কারাগারে থাকায় দলীয় কার্যক্রম গতিশীল রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাছিব জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২২ সালের ৭ ডিসেম্বর বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গ্রেফতার হন। পরে তিনি কারাবন্দী থাকায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পদাধিকার বলে হাছিব তখনও ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে হাছিবুর রহমান হাছিব বলেন, কেন্দ্র থেকে আমাকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।