মূল্য তালিকা-ক্রয় রসিদ না রেখে জরিমানা গুনলেন ৪ ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

মূল্য তালিকা না থাকায় মেহেরপুর বড়বাজারের তিন সবজি ও এক মুদি ব্যবসায়ীর সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম সহযোগীতা করেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, ২১ জনের জেল-জরিমানা

সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, বড়বাজারে সোবহান সবজি ভাণ্ডারে পণ্যের খুচরা মূল্য তালিকা ও পণ্যের ক্রয় ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. সোবহানকে দুই হাজার টাকা, জব্বার সবজি ভাণ্ডারের মালিক মো. জব্বারকে এক হাজার টাকা, মিন্টু সবজি ভাণ্ডারের মালিক মো. আসাদুজ্জামান মিন্টুকে দুই হাজার টাকা, মুদি ব্যবসায়ী রবিউল স্টোরের মালিক মো. রবিউল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আসিফ ইকবাল/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।