৩ নভেম্বর ঢাকার রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে: ফয়জুল করীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

ভোটের অধিকার ফিরে পেতে যার যা কিছু আছে, তাই নিয়ে আগামী ৩ নভেম্বর ঢাকার রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।

তিনি বলেন, এদেশে আর রাতের ভোট করতে দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহরের বাজারস্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম।

আমলাদের সমালোচনা করে তিনি বলেন, ‘বিদেশে যত টাকা পাচার হয়েছে, দেশে যত দুর্নীতি হয়েছে তার অধিকাংশের সঙ্গেই আমলারা জড়িত। তাই আমলারাও চাচ্ছেন তাদের যেন কোনো বিচার না হয়। এজন্য রাতের ভোটে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করছেন। এদের ঐক্যবদ্ধভাবে বিদায় করতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা শাখার সভাপতি আবু জাফর আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি গোলাম উসমানী, উল্লাপাড়া শাখার সাধারণ সম্পাদক মানসুরুল হক, বেলকুচি শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মাওলানা হাবিবুল্লাহ, ইমরান হোসাইন প্রমুখ।

এম এ মালেক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।