সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু
ঘূর্ণিঝড় হামুনের কারণে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে। এতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। পর্যটকবাহী তিনটি জাহাজে আট বিদেশিসহ এক হাজার ৩৫০ পর্যটক গেছেন দ্বীপে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ডাইন অ্যান্ড ক্রুজ নামের তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে সন্ধ্যায় টেকনাফে ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বুধবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে সমুদ্রবন্দর থেকে সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে। ফলে দুদিন পর বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সবধরনের নৌযান চলাচল শুরু করেছে। সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে তিনটি জাহাজ ছেড়ে যায়। দ্বীপে স্বেচ্ছায় থেকে যাওয়া দেড় শতাধিক পর্যটকও ফিরে এসেছে বলে উল্লেখ করেন ইউএনও।
সোমবার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড় হামুনের কারণে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে সর্তকতা সংকেত জারি করে। পরে মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে সবধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। এরপর থেকে গত দুদিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। মাইকিং করলে দ্বীপ ছাড়েন প্রায় ১৪০০ পর্যটক। আর স্বেচ্ছায় রয়ে গিয়েছিলেন দেড় শতাধিক।
সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম