২৮ অক্টোবরকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সতর্ক অবস্থান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বড় দুই রাজনৈতিক দলের আলোচিত কর্মসূচিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সন্দেহভাজন লোকদের চেকিং করছেন।

রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেছে। তাদের এসব কর্মসূচিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে কোনো প্রকার অস্থিরতা বা নাশকতার চেষ্টা যেনো করতে না পারে সেই কারণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকবে।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে ডাক দিয়েছে বিএনপি। পাশাপাশি একইদিন বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

আবুল হাসনাত মো. রাফি/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।