ফেসবুকে পিস্তলের ছবি দিয়ে গ্রেফতার যুবদলকর্মী
ফেনীর সোনাগাজীতে একটি দেশীয় তৈরি এলজিসহ রাসেল (৩৬) নামে যুবদলের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার রাসেল উপজেলার চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া এলাকার মফিজুর রহমানের ছেলে ও স্থানীয় যুবদলকর্মী।
পুলিশ জানায়, ২২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি পিস্তলের ছবি দিয়ে যুদ্ধের জন্য অস্ত্র হাতে তোলা অপরাধ নয় লিখে একটি পোস্ট দেন রাসেল।
বৃহস্পতিবার সকালে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার সওদাগর হাট এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনাগাজী মডেল থানার উপ-পদির্শক (এসআই) মো. আবদুল মান্নান বাদী হয়ে রাসেলকে আসামি করে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হাসান ইমাম জাগো নিউজকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম