পার্বত্যমন্ত্রী

বান্দরবান টানেল পর্যটকদের দর্শনীয় স্থানে পরিণত হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৩

বান্দরবান টানেল পর্যটকদের জন্য একটা দর্শনীয় স্থান হিসেবে পরিণত হবে। এ টানেলের ভেতরে স্বাধীনতা যুদ্ধের ও বান্দরবানের উন্নয়নের ইতিহাস তুলে ধরে চিত্রাঙ্কন করা হবে। এতে পর্যটক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ইতিহাস সম্পর্কেও জানতে পারবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বান্দরবান টানেল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, রুমা বাস-স্টেশনের এ সড়কের দুপাশেই পাহাড়, প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। এ পাহাড় ধসে সীমানা প্রাচীর দিতে গিয়ে সমস্যার স্থায়ী সমাধানের জন্য টানেলটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে চারপাশে থেকে যেমন পাহাড় ধসে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি পর্যটন নগরী বান্দরবান আগত পর্যটকদের যাতায়াতে ভোগান্তি কমে আসবে এবং এটি একটি দর্শনীয় স্থান হবে। আগামীতে টানেলের অভ্যন্তরে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন ওয়াল পেইন্টিংয়ের পরিকল্পনা আছে।

এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি টাকা ব্যয়ে রুমা বাস-স্টেশনের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এছাড়াও মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১০টি উন্নয়ন প্রকল্পে ৮ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে, বিএইচডিসি স্পোর্টস সেন্টার নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রেস্ট হাউজ জামে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ, ৪৪ লাখ টাকা ব্যয়ে বান্দরবান পৌর এলাকার উজানী পাড়া ওয়ার্ডের বায়তুন নূর জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ, ৪৪ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদর ইউনিয়নের লেমুঝিড়ি জ্ঞান দর্শন আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র নির্মাণ, ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান ঠিকাদার কল্যাণ সমিতির ভবন নির্মাণ, ৯০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান কারাতে ক্লাব নির্মাণ, ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে মেঘলা জুনিয়র হাই স্কুল নির্মাণ, ৬০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রাস্তা হতে কমিউনিটি সেন্টার সংযোগ সড়কে ঝুলন্ত ব্রিজ নিৰ্মাণ, ৫২ লাখ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে একটি বৌদ্ধ বিহারনিৰ্মাণ, ১ কোটি টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণসহ সর্বমোট ২৬ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। পরে মন্ত্রী স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।