যমুনায় ডুবলো কোটি টাকার টাগ বোট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৮ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জের যমুনা নদীতে স্রোত ছাড়াই ডুবে গেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কোটি টাকা মূল্যের টাগ বোট।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ডপয়েন্টে থাকা টাগ বোটটি ডুবে যায়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চোরাচালান রোধে কোস্ট গার্ডে যুক্ত হচ্ছে দুটি টাগ বোট

তিনি বলেন, ওই টাগ বোটটির সাহায্যে নদী ভাঙন ও ভাঙন কবলিত এলাকায় ঝুঁকি এড়াতে ব্লক পরিবহন করা হতো। বোর্ডটির দাম প্রায় এক কোটি টাকা। টাগ বোটটি যমুনার হার্ড পয়েন্টে (জেলখানা ঘাটে) দাঁড় করিয়ে রাখা ছিল। কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করে বোটটি ডুবে গেছে। তবে এ ক্ষেত্রে পাউবোর কোনো গাফিলতি নেই।

উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, ডুবে যাওয়া বোটটির কিছু জায়গা দিয়ে পানি প্রবেশ করতো। তাই হয়তো হঠাৎ করে বোটটি ডুবে গেছে।

এম এ মালেক/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।