ধানের গোলা থেকে শিশুর মরদেহ উদ্ধার : মা-বাবা আটক


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ মার্চ ২০১৬

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় নিখোঁজের দুই দিন পর ধানের গোলা থেকে পাঁচ বছর বয়সী শিশু ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনার পর শিশুর বাবা রজব আলী ও মা রহিমা বেগমকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহ শিশুটির উদ্ধার করা হয়।  

পরিবারের দাবি, গত ২৬ মার্চ সকাল সাড়ে ৮টায় শিশু ইসমাইল দোকান থেকে জিনিস কিনতে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় রাতে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেন ইসমাইলের বাবা রজব আলী। সোমবার দুপুরে ঘরের ভেতরে দূর্গন্ধ শুরু হলে খোঁজাখুঁজির পর ধানের গোলার নিচ থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তার মা-বাবাকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, শিশুর মৃত্যুর কারণ উদঘাটনের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।