প্রযুক্তি নির্ভর জাতি গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৮ মার্চ ২০১৬

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, প্রযুক্তি নির্ভর জাতি গঠনে সরকার অঙ্গীকারাবদ্ধ। দুর্নীতিমুক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের একটি বড় চ্যালেঞ্জ। উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে বারবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

সোমবার বিকেলে নওগাঁর মান্দার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, বস্ত্র ও পাটসহ সকল বিভাগে সরকার সফলতা লাভ করেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিষ্ণুপদ সরকার কার্তিক, আব্দুল লতিফ শেখ, ব্রহানী সুলতান গামা, সাধারন সম্পাদক স ম সরদার জসিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দফতর সম্পাদক অনুপ কুমার মহন্ত, মহিলা আওয়ামী লীগের সভাপতি সন্ধ্যা রানী প্রমুখ।

আব্বাস আলী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।