ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৯ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাহউদ্দিনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানাপুলিশ।

আটক অন্যরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেজান মাহমুদ ওরফে টুন্ডা তোষার (৩২), জেলা শহরের মধ্য মেড্ডা এলাকার বেলাল সিদ্দিকী (৩৫), পুনিয়াউটের বিল্লাল হোসেন (৩০), পশ্চিম পাইকপাড়ার ফায়েজুর রহমান (৩৮), সদর উপজেলার ঘাটুরার জাবেদ মিয়া (২৮), নাসিরনগরের চাতলপাড়ের সোহাগ (৩৪), নবীনগরের আলেয়াবাদ এলাকার আব্দুল্লাহ আল মামুন (৪২), মো. শহীদ (৪০) ও নোয়াখালীর মাইজদীর মধুপুর গ্রামের ইমাম (১৮)৷

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জাগো নিউজকে বলেন, তারা সবাই ঢাকায় সমাবেশে যোগদান শেষে ফিরেছেন। তাদের ফোনে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের ছবি-ভিডিও রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।