সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার
সিরাজগঞ্জে নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল হাকিম (৫২), সহ-দপ্তর সম্পাদক মহসিন আলী (৪০), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম (৪০), সদস্য রাশেদুল ইসলাম (৪২), ইসমাইল হোসেন (৪৬), আকবার আলী ওরফে আকিবর (৪৫), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ (৪২), মাধাইনগর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মালেক (৪৫), মাগুরা বিনোদ ইউনিয়ন বিএনপির সদস্য আমিরুল ইসলাম (৪৫), সগুনা ইউনিয়ন যুবদলের সদস্য আরিফুল ইসলাম রাজিব (৩৫) ও বিএনপির সমর্থক চকগোপিনাথপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩৪)।
আরও পড়ুন: হরতাল প্রতিহত করতে রাজপথে আওয়ামী লীগ
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এম এ মালেক/জেএস/জিকেএস