নিজের তৈরি ফাঁদে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অমল চৌধুরী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। অমল চৌধুরী ওই গ্রামের নিখিল চৌধুরীর ছেলে।

কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু বলেন, অমল চৌধুরী ইঁদুরের কাছ থেকে জমির ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুতের সংযোগ দিয়ে বাড়ি চলে যান। পরে রোববার সকালে ফসল দেখতে গিয়ে অসাবধানতাবশত নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদ আটকা পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা দুপুরের দিকে বিষয়টি টের পেয়ে মরদেহ বাড়ি নিয়ে আসে।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।