টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

 

সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অগ্রণী ভূমিকা পালন করছে বিজিবি। দেশ সেবায় বিজিবি আরও এগিয়ে যাবে। সবার সহযোগীতায় সীমান্তে চোরাচালান দমনে সফল হবে বিজিবি।

রোববার (২৯ অক্টোবর) কক্সবাজারের টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মেহেদী হোসাইন কবির এসব কথা বলেন। এর আগে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।  

আরও পড়ুন: হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে র‍্যাব-বিজিবির টহল

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাহল আহমেদ নোবেল, রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার বিজিবির গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুব আলম খান, মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন আসিফ কবির, উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক শিক্ষিকারা।

সায়ীদ আলমগীর/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।