সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল: নিজামুল হক নাসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:১১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল।

সোমবার (৩০ অক্টোবর) কুড়িগ্রামে ‘হলুদ ও অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: প্রেস কাউন্সিল এখন আর ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’ নয় 

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিলের দায়িত্ব হলো দেশের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করা। সেই হিসেবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, তাদের প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি বলেন, ঢাকায় অনেক আইপি টিভি হওয়াতে সাংবাদিকদের মান আরও নষ্ট হচ্ছে। অপসাংবাদিকতা সরকার শক্তভাবে দমন করা দরকার। সেই ব্যাপারেও প্রেস কাউন্সিল কাজ করছে। যে কয়েকটা প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে তারা চলবে। বাকিগুলো চলবে না। যারা নিবন্ধিত হয়েছে তারা সব নীতিমালা মেনেই নিবন্ধিত হয়েছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।