কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের সোনাহাটে বাংলাদেশ সীমান্তের সোনাহাট মেইন পিলার এলাকায় এ বৈঠক হয়।

ku-(3).jpg

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ২২ বিজিবির অধিনায়ক কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং ভারতের পক্ষে ২৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৯-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার জিতেন্দ্র গুপ্তা। এছাড়া ব্যাটালিয়নের অধিনায়কসহ উভয় দেশের স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।

ku-(3).jpg

এছাড়া যথাযথভাবে সীমান্তে বিজিবি-বিএসএফের নজরদারি বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে সীমান্ত এলাকা দিয়ে কোনো প্রকার অস্ত্র প্রবেশ বা মজুত না করতে পারে সে বিষয়ে জোর নজরদারি রাখার আহ্বান জানানো হয়।

ফজলুল করিম ফারাজী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।