বেশি দামে পেঁয়াজ-আলু বেচে জরিমানা গুনলেন ফেনীর দুই দোকানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

বেশি দামে পেঁয়াজ ও আলু বিক্রি করায় ফেনী বড় বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের ফেনীর সহকারী পরিচালক মো. কাওসার মিয়া।

jagonews24

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন ও ডিমের বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। এ সময় বেশি দামে পেঁয়াজ ও আলু বিক্রি করায় ও ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স ফওজিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং নিউ আজমীর ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. কাওসার মিয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।