‘গ্রেফতার করে আন্দোলন থেকে নেতাকর্মীদের বিরত রাখা যাবে না’
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। এদিকে সোমবার দিনগত রাত অভিযান চালিয়ে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করেছে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান নোমান ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মাইজদি পৌর বাজার থেকে রশিদ কলোনি পর্যন্ত মিছিলটি বের হয়।
আরও পড়ুন: মিরসরাইয়ে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম
আবু হাসান নোমান বলেন, অবরোধ কর্মসূচি পালনে জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুত রয়েছে। গ্রেফতার নির্যাতন করে আমাদের সরকার পতনের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার নয় থানা ও ডিবির অভিযানে ৩০ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। এরমধ্যে সুধারামে তিনজন, হাতিয়ায় একজন, কোম্পানীগঞ্জে পাঁচজন, বেগমগঞ্জে নয়জন, সেনবাগে দুইজন, চাটখিলে একজন, সোনাইমুড়ীতক দুইজন, চরজব্বরে তিনজন, কবিরহাটে একজন ও ডিবির হাতে তিনজন আটক হয়েছে।
ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস