দিনাজপুরে মিছিলে গাড়ি ভাঙচুর, ৩ শিবিরকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:২১ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

দিনাজপুরের নবাবগঞ্জে মিছিলে রাস্তার গাড়ি ভাঙচুর সময় স্থানীয়দের সহযোগিতায় তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- ভাদুরিয়া মির্জাপুর চৌধুরী পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে শাকিল (২২) একই এলাকার সুলতান হোসেনের ছেলে আলী আহসান মো. মুজাহিদ (২১) এবং নলেয়া এলাকার আব্দুল মতিন ফারুকির ছেলে মো. কাদের (২৩)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ৩৭ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

মামলা সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলা বাজিতপুর বাজারে জামায়াতের নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ছাত্রশিবিরের ১৪/১৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বাজিতপুর বাজারে পশ্চিম থেকে শুরু করে বাজারের পূর্বদিকে যাওয়ার সময় বেশকিছু গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। এসময় স্থানীয় ও ভাদুরিয়া বাজারে মোতায়েন করা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, মিছিলে নাশকতা করে গাড়ি ভাঙচুরের অভিযোগে তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের নামে বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়ে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

মো. মাহাবুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।