ব্রাহ্মণবাড়িয়া
অবরোধে সড়কে ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মোটরসাইকেলে মহড়া দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে বের হয় নেতাকর্মীরা।
ছাত্রলীগের মোটরসাইকেল মোহড়াটি সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে প্রথমে ভাদুঘর যায়। সেখান থেকে একই মহাসড়ক দিয়ে ঘাটুরা পর্যন্ত মোটরসাইকেল মহড়া দেয়। তারপর জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে এসে জমায়েত হয়।
আরও পড়ুন: অবরোধ ডেকে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক পুলিশ
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জাগো নিউজকে বলেন, বিএনপি-জামায়াত তিনদিনের অবরোধ দিয়েছে। তারা সাধারণ মানুষকে জিম্মির অপরাজনীতি শুরু করেছে। কিন্তু তাদের অপকর্ম মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে অতীতেও ছিল, এখনও আছে এবং থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তায় ছাত্রলীগ মাঠে নেমেছে। ব্রাহ্মণবাড়িয়ায় এই অপশক্তির ঠাঁই হয়নি এবং হবেও না। তারা যতদিন জ্বালাও পুড়াও কর্মসূচি দিবে, ততদিন আমরা মাঠে থাকবো।
এদিকে, সোমবার রাত থেকেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সমন্বয়ে দল টহল শুরু করেছে। তিনদিনের অবরোধকে সামনে রাখে মাঠে কাজ করবে এই যৌথ বাহিনী। বিশেষ করে এই যৌথ বাহিনী মহাসড়কে টহল এবং অবস্থান করবে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল থেকে তিনদিনের অবরোধ শুরু হলেও বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি। সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
আবুল হাসনাত মো. রাফি/জেএস/জেআইএম