খাটের পাশে থাকা সকেট বোর্ডে হাত দিয়ে প্রাণ গেলো শিশুর
জয়পুরহাট পৌর শহরের ইসলাম নগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল একই এলাকার রুবেল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশুটিকে খাটে বসিয়ে রেখে মা বাড়ির কাজ করছিলেন। এ সময় শিশুটি খেলা করতে করতে এক পর্যায়ে খাটের পাশে থাকা সকেট বোর্ডে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে নিস্তেজ হয়ে পড়ে। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার জাগো নিউজকে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেএস/এমএস