জয়পুরহাটে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

জয়পুরহাটে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেছেন পিকেটাররা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের জানিয়ার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানিয়ার বাগান এলাকায় একটি খড়ির দোকান থেকে গাছের গুঁড়ি এনে সড়কে ফেলে অবরোধের চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি। পরে স্থানীয় লোকজন সড়কের ওপর থেকে গাছের গুঁড়িগুলো সরিয়ে ফেলেন। এসময় কিছুক্ষণের জন্য সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যান।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিতে জয়পুরহাট শহরে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস চলাচল। এছাড়া সকাল থেকে জয়পুরহাট রেলস্টেশন থেকে যাত্রাবিরতি করে গন্তব্যে ছেড়ে গেছে কয়েকটি ট্রেন। খোলা রয়েছে শহরের বিভিন্ন দোকানপাট। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ।

আরও পড়ুন: অবরোধে মাঠে নেই বিএনপি-জামায়াত, সবকিছু স্বাভাবিক

বাসের সুপারভাইজার আনিছুর রহমান জানান, অবরোধের কারণে টার্মিনাল থেকে কোনে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস ছাড়েনি।

চালকের সহকারী ফারুক হোসেন বলেন, সোমবার রাতে জয়পুরহাট ফেরার পথে অবরোধ সমর্থনকারীরা বগুড়ার মাটিডালী এলাকায় আমার আঘাত করেছিল। সেই ব্যথা এখনও আছে। অবরোধের মধ্যে সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় কোনো বাস চলাচল করছে না।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার জাগো নিউজকে বলেন, অবরোধে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে জানিয়ার বাগান এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলা হয়েছে এমন খবরে আমরা সেখানে গিয়েছিলাম। তবে অবরোধকারীদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।