নীলফামারী

অবরোধে ট্রেন চললেও বন্ধ বাস, যাত্রীদের ভরসা ইজিবাইক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০১ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কারণে নীলফামারীতে বন্ধ রয়েছে দূরপাল্লা ও আন্তঃজেলার বাস চলাচল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ঝুঁকি এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গন্তব্যে ছুটছেন যাত্রীরা।

এদিকে মঙ্গলবার থেকে অবরোধ শুরু হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ জেলায়। অবরোধের সমর্থনে কোথায় মিছিল কিংবা মিটিং দেখা যায়নি৷ জেলার বিএনপি দলীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীর উপস্থিত দেখা যায়নি। বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

বুধবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত আন্তঃজেলা ও ঢাকাসহ দেশের বিভিন্ন রুটের বাস চলাচল করতে দেখা যায়নি। তবে শহরের অভ্যন্তরীণ প্রধান সড়কসহ পাড়ামহল্লার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন শ্রমিক বলছেন, অবরোধের কারণে যাত্রী সংকট হওয়ায় বাস চলাচল বন্ধ আছে।

আরও পড়ুন: জয়পুরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

জেলা রেলওয়ে বিভাগের তথ্য মতে, সকাল থেকে সঠিক সময়ে প্রতিটি ট্রেন নীলফামারী স্টেশন ছেড়ে গেছে। এ সময় যাত্রীদের কোনো সমস্যা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেলার পলাশবাড়ী হরতকীতলা দুরপাল্লার কাউন্টারের ম্যানেজার বাবু ইসলাম বলেন, অবরোধের কারণে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। অবরোধ খুললে বাস চলাচল স্বাভাবিক হতে পারে।

পথচারী রহিম হোসেন বলেন, ডোমার থেকে রংপুরে যাবো কিন্তু বাস না পাওয়ায় অটোই ভরসা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।