মেহেরপুর জামায়াতের জেলা আমির গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০১ নভেম্বর ২০২৩

মেহেরপুরে জামায়াতের জেলা আমির মাওলানা তাজ উদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্ব) বিকাল সাড়ে ৪টার দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর থেকে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মাওলানা তাজ উদ্দিন খান মানিকনগর ডি এস আমিনিয়া আলিম মাদরাসার সিনিয়র মৌলভি শিক্ষক। তিনি বল্লবপুর গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিশেষ ক্ষমতা আইনে জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

আসিফ ইকবাল/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।