বিএনপি-জামায়াতের অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও চলেনি দূরপাল্লার যানবাহন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০১ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

বুধবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা যায়।

রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, জরুরি কাজে চট্টগ্রাম যাওয়ার জন্য শিমরাইল মোড়ে এসেছি। সবসময় এখানে বাস পাওয়া গেলেও আজ কোনো বাসের দেখা মিলে নি। টিকেট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তাই বাসের আশায় না থেকে ফেরত যাচ্ছি।

আরও পড়ুন: সুনামগঞ্জে চলছে না কোনো বাস, চরম ভোগান্তি 

jagonews24

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক টিকিট বিক্রেতা জানান, কোন কারণে বাস বন্ধ সেটি মালিকরা বলতে পারবেন। বাস না আসায় আমরা টিকেট কাউন্টারগুলো বন্ধ করে রেখেছি। কবে থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করবে কোনো তথ্য জানাতে পারেননি তারা।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে একাধিক টিম কাজ করছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থান করবো আমরা।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, মহাসড়কে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ডিবি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন রয়েছে। মহাসড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।