টাকা চাওয়ায় শিশু ইসমাইলকে হত্যা করেন ভাবি


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৯ মার্চ ২০১৬

মাধবপুর উপজেলা সদরের দক্ষিণ মাধবপুরে টাকা চাওয়ায় শিশু ইসমাইলকে হত্যা করেন তার ভাবি শাপলা বেগম। মঙ্গলবার তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

জবানবন্দিতে তিনি জানান, ইসমাইল প্রায়ই তার কাছে টাকা চাইতো। না দিলেই অকথ্য ভাষায় গালিগালাজ করতো। ঘটনার দিন সকাল ৯টায় বাসায় কেউ ছিলনা। এ সময় ইসমাইল ভাবির কাছে টাকা চেয়ে না পেয়ে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাপলা বেগম তার গলা চেপে ধরেন। এক পর্যায়ে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে সে মারা যায়। তাৎক্ষণিক দিশেহারা হয়ে শাপলা বেগম দেবর ইসমাইলকে ঘরের ভেতর ধানের গোলায় লুকিয়ে রাখেন। উদ্দেশ্য ছিল পরে সুবিধামতো সময়ে মরদেহ পুকুরে ফেলে দেবেন।

এ ঘটনায় পুলিশ সুপারের কার্যলয়ে মঙ্গলবার বেলা দেড়টায় সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, নিহত শিশু ইসমাইলের বাবা রজব আলী ২৬ মার্চ সন্ধ্যায় সন্তান নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতার বার্তা, মাইকিং ও পোস্টারিংয়ের ব্যবস্থা করে। ২৮ মার্চ বাড়ির ধানের গোলার নিচ থেকে ইসমাইলের মরদেহ উদ্ধারের পর তার বাবা রজব আলী, মা রহিমা বেগম, ভাই জুয়েল মিয়া ও তার স্ত্রী শাপলা বেগম এবং বোন রুমা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে শাপলা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

বাবার করা সাধারণ ডায়রির বরাত দিয়ে পুলিশ জানায়, মাধবপুর উপজেলা সদরের দক্ষিণ মাধবপুর এলাকার বাসিন্দা রজব আলীর ছেলে শিশু ইসমাইল ২৬ মার্চ সকালে বাবার নিকট থেকে ২০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিলনা। দিনভর ছেলেকে না পেয়ে সন্ধ্যায় বাবা থানায় সাধারণ ডায়রি করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।