কৃষি বিপণন আইন লঙ্ঘন করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০১ নভেম্বর ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি বিপণন আইন লঙ্ঘন করায় খাবার হোটেলসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে রায়পুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসাইন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স জনতা ট্রের্ডাসকে ১০ হাজার, মেসার্স খান ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স এয়ার মোহাম্মদ ট্রেডার্সকে ১০ হাজার, আল-আমিন রাইচ এজেন্সিকে পাঁচ হাজার ও বিসমিল্লাহ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসাইন বলেন, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে পণ্যের ক্যাশমেমো সংরক্ষণ করেনি। তাদের পণ্যের মূল্যতালিকাও ঠিক ছিল না। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

কাজল কায়েস/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।