নওগাঁয় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর রাণীনগর উপজেলার খেজুর তলা এলাকায় রেল লাইনের পাশ থেকে শাহীন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত শাহীন রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের মতিয়ার হােসেনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক আসাদুল হক আসাদ জানান, রাণীনগর উপজেলার খেজুর তলা নামক স্থানে রেল লাইনের পাশে সকালে দ্বিখণ্ডিত শাহীনের মরদেহ স্থানীয়রা দেখতে পান। পরে থানায় সংবাদ দিলে দুপুরে শাহীনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রাতে বা সকালের কােনো এক সময় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন শাহীন। এ ব্যাপার থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আব্বাস আলী/এফএ/এবিএস