চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০২ নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামায়াত-বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাতে আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের শ্যামপুর গোপীবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠের মধ্যে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে জনসাধারণের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। সেখানে রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌঁড়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বোমার মতো ৯টি বস্তু, বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ১৮টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতাররা হলেন- কালিদাসপুর ইউপি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামির আলী (৫৫), আলমডাঙ্গা থানা যুবদল সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম (৪২) , জেলা জামায়াত রোকন শাহজান আলী (৪৩), জেলা যুবদল সহ-সভাপতি মাগরিবুর রহমান (৪৮), ডাউকি ইউপির ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মেহেদী হাসান (৪৮), হারদি ইউপির ৩ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি হাবিবুর রহমান (৬৫), হারদি ইউপির জামায়াত রোকন জুবায়ের বিশ্বাস, কুমারী ইউপির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আনারুল ইসলাম (৩৭), কুমারী ইউপির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সদস্য মুরাদ আলী (৩৬), কুমারী ইউপির জামায়াত সদস্য নুর ইসলাম (৫৮)।

গ্রেফতারদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

হুসাইন মালিক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।