গাজীপুরে তিন যুবদল নেতাসহ গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০২ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগাড় বাইপাস এলাকায় পিকেটিং করার সময় তিন যুবদল নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব- ১। এছাড়া জেলার বিভিন্ন থানায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সাত নেতাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির ডাকা অবরোধ সফল করতে কিছু উশৃঙ্খল জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর যানবাহন চলাচলের বাধা সৃষ্টি ও যানবাহনে অগ্নিসংযোগ করাসহ জানমালের ক্ষতি করে। এসময় পুলিশ যুবদল নেতা নাজমুল ইসলাম (৩৫), শাহাদাত হোসেন (৩১), রমজান আলীকে (৩৪) গ্রেফতার করে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়সির আরাফাত হোসেন তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিনগত রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের সতি নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আমিনুল ইসলাম/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।