চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে নিরাপত্তাহীনতায় বীরাঙ্গনা


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৯ মার্চ ২০১৬

হবিগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এক বীরাঙ্গনা। প্রতিনিয়তই তাকে হুমকি-ধামকির শিকার হতে হচ্ছে।

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের বাসিন্দা মৃত রইছ উল­্লাহর মেয়ে বীরাঙ্গনা সুকুরী বিবি (৬৫)। সোমবার বিকেলে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

তিনি অভিযোগ করে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের নির্যাতনের শিকার হন এলাকার অসংখ্য নারী। এমন ধারাবাহিকতায় তিনিও অমানসিক নির্যাতনের শিকার হন। বর্তমান সরকার মানবতা বিরোধীদের বিচার শুরু করলে তার মনেও আশার সঞ্চার হয়। সুষ্ঠু ও ন্যায় বিচারের আশায় তিনি গত ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর থেকে অত্যন্ত প্রভাবশালী ইউপি চেয়ারম্যান গোলাপ অভিযোগকারী বীরাঙ্গনাসহ তার স্বাক্ষীদের হুমকি ধমকি দিয়ে চলেছেন। ভয়ে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগে তিনি উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান গোলাপ ১৯৭১ সালের ১২ নভেম্বর বিকেলে হানাদার বাহিনীকে নিয়ে সুকুরী বিবির বাড়িতে হানা দেন। হায়েনারা তাকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। থেমে থাকেননি আবুল খায়ের গোলাপও। তিনিও অমানসিক নির্যাতন করেন। শুধু সুকুরী বিবি নয়, তার নেতৃত্বে এলাকার অসংখ্য নিরীহ নারীকে ধরে নিয়ে নির্যাতন করা হয়। সেদিনের লোমহর্ষক স্মৃতি তিনি এখনও বয়ে বেড়াচ্ছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।