কুয়াকাটায় শান্তি সমাবেশে পৌর মেয়রের ওপর হামলা, আহত-১০

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০২ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারের ওপর হামলা হয়েছে। এসময় মেয়রসহ ১০ জনকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যটন করপোরেশনের অভ্যন্তরে আওয়ামী লীগের শান্তি সমাবেশস্থলে ঘটনার সূত্রপাত। পরে রাত ৭টা ২০ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় এসি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার সমর্থকরা হামলায় জড়িত বলে জানান মেয়র আনোয়ার হাওলাদার।

তিনি অভিযোগ করে বলেন, শান্তি সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার নেতৃত্বে মোল্লা বাহিনীর সদস্যরা আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আরও ১০ নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছি। হামলার সময় বারেক মোল্লা বারংবার আওয়ামী লীগের সব প্রোগ্রাম বর্জন করতে বলেন। কিন্তু আমি শেখ হাসিনার নেতৃত্ব ভালো লাগায় আমিসহ আমার অনুসারীরা আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের হাত ধরে আওয়ামী লীগ যোগদান করি করি। বারেক মোল্লার কথায় আমি কেন দলীয় প্রোগ্রাম বর্জন করবো।

কুয়াকাটায় শান্তি সমাবেশে পৌর মেয়রের উপর হামলা, আহত-১০

তিনি আরও বলেন, স্থানীয় সাংসদ মহিবুর রহমান মুহিব বিষয়টি অবগত আছেন। দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বলেও জানান তিনি।

এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। দলের মধ্যে কোন কোন্দল নেই।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।