নলছিটি উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৩

ঝালকাঠির নলছিটি উপজেলা বিএপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, গত ২৫ ফেব্রুয়ারি শহরের আমতলা গলি রোডে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিতে পুলিশকে আহত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে শহরের আমতলা গলি রোড়ের বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জমায়েত হন। সমাবেশ শেষে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ ১৬ জনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: চৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেফতার 

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে এগুতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায়। চলমান আন্দোলনকে নিস্তেজ করতে সেই পুরানো মামলায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলালকে গ্রেফতার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিএনপির পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। তাদের বাধা দেওয়ায় ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এতে ওসি (অপারেশন) ফিরোজসহ তিন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনিচুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে।

মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।