ডিমলায় ৪১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৯ মার্চ ২০১৬

নীলফামারীর ডিমলায় মঙ্গলবার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন ও সংরক্ষিত ইউপি পদে ৯২ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ সময় নাউতরা ইউনিয়নের চেয়ারম্যান পদে রহিদুল ইসলাম ঋন খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জানা যায়, চেয়ারম্যান পদে আ.লীগের ৭, বিএনপির ৫, জাপার ৬, জামায়াতের ৯, ন্যাপ এর ২, ওয়ার্কাস পার্টির ২, আ.লীগের বিদ্রোহী ১, বিএনপির বিদ্রাহী ১ ও সতন্ত্র হিসেবে ৮জন চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী রয়েছেন। এছাড়াও ৩টি ইউনিয়নের জামায়াত ২জন করে প্রার্থীর মনোনয়ন দাখিল করেন।

উল্লেখ্য, ৩য় দফায় ডিমলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হলেও ৩টি ইউনিয়নের ছিটমহল সংক্রান্ত জটিলতার কারণে ২৩ মার্চ তফসিল বাতিল করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।