চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৩ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

 

চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

এরআগে আজ ভোরে ও বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে আলমডাঙ্গায় ১১, চুয়াডাঙ্গা সদরে তিন, দামুড়হুদায় পাঁচ ও দর্শনার চারজন রয়েছেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ২৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হুসাইন মালিক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।