ফতুল্লায় বিএনপির ২৮ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৪ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দিনগত রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শেখ ইমরান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়াসহ দলটির ২৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে রিজভীকে প্রধান আসামি করে দুই মামলা

মামলার এজাহারে বলা হয়, গত ১ নভেম্বর সকালে ফতুল্লার শাসনগাঁও বিসিক ২ নম্বর গেটের সামনে পঞ্চবটী-মুন্সীগঞ্জ সড়কে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নাশকতার ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকে আগুন, আটক ৪

এর আগে গত ১ নভেম্বর ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি নাশকতা মামলা দায়ের করেছিলেন। মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৪ জনকে আসামি করা হয়েছিল।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।