ভৈরবে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুলসহ গ্রেফতার ৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ভৈরব পৌর এলাকার কমলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য চারজন হলেন- ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, মাজহার ও শরীফুল আলমের ব্যক্তিগত ড্রাইভার রতন।

আরও পড়ুন: বগুড়ায় দুই মামলায় আসামি ৭৪, গ্রেফতার ৪৬

এ বিষয়ে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম বলেন, শনিবার সকালের দিকে ভৈরব পৌর এলাকার কমলপুরের ইতালি প্রবাসী মাজহার মিয়ার বাসা থেকে কেন্দ্রীয় বিএনপির নেতা শরীফুল আলমসহ ভৈরবের পাঁচ নেতাকর্মীকে সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।

রাজীবুল হাসান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।