কিশোরগঞ্জে রোববার বিএনপির আধাবেলা হরতাল
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি শরীফুল আলমসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমকে সাজানো মামলায় শনিবার (৪ নভেম্বর) ভোরে তার নির্বাচনী এলাকা ভৈরবের কমলপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি রোববার কিশোরগঞ্জ জেলায় সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত অর্ধবেলা সর্বাত্মক হরতাল পালন করবে।
এসকে রাসেল/এএইচ/জেআইএম